ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২২ হাজার ৪০২ ভোটার নিবন্ধন করেছেন। তারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
সোমবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। সবশেষ বিকাল ৫টায় দেখা যায়, পুরুষ আবেদন করেছেন ২০ হাজার ২৭৪ ও নারী ২ হাজার ১২৮ জন। এরমধ্যে অনুমোদন হয়েছে ২২ হাজার ২৫৬ জনের। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১৪৬ জনের আবেদন।
ইসি পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করবেন।



