কক্সবাজারের টেকনাফ সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৭) নামে এক যুবকের বাঁ পা উড়ে গেছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হানিফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বজলুর রহমানের ছেলে। বাংলাদেশ সীমানায় নাফ নদীর কাছাকাছি চিংড়ি ঘেরে মাছ ধরতে গেলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার বাঁ পা উড়ে যায়। পরে স্থানীয় ও স্বজনরা আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় জানায়, রোহিঙ্গা বিদ্রোহীগোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সভাপতি জুনাইদ আলী চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সীমান্তে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. হানিফের বাঁ পা উড়ে গেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাছি। সরকারের প্রতি দাবি থাকবে আমাদের সীমান্ত থেকে মাইন অপসারণ করে চিংড়ি ঘেরগুলোকে উন্মুক্ত করে দেয়া হোক।’

এ ব্যাপারে জানতে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সরজমিনে সীমান্তে দেখা যায়, সীমান্তের বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here