ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মধ্য দিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

এর আগে জামায়াত নেতৃত্বাধীন জোটটি ১১ দলে উন্নীত হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়। ফলে জোটের দলসংখ্যা কমে যায়। নতুন করে বাংলাদেশ লেবার পার্টি যুক্ত হওয়ায় জোটটি আবারও ১১ দলে ফিরে এলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here