পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পখতুনখোয়ায় মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তারা একটি পুলিশি যানে ছিলেন। হামলাকারীরা গুলি চালিয়ে যানটি আগুনে ভস্মীভূত করে। নিহতরা হলেন শাহিদ ইকবাল, সফদার, আরিফ, সামিউল্লাহ এবং মুহাম্মদ আবরার। করাক জেলার গারাগরি বান্দা এলাকার আমান কোটের নিকট এই হামলা হয়। এই পাহাড়ি অঞ্চলটি করাক, কোহাট এবং লাকি মারওয়াট জেলার সীমান্তবর্তী। এখানে তেল ও গ্যাসের খনি থাকার কারণে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত। এ খবর দিয়েছেন অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

হামলার পর পুলিশ স্থানটি ঘিরে রাখে এবং অভিযুক্তদের খুঁজতে অনুসন্ধান অভিযান চালায়। জেলা পুলিশ কর্মকর্তা সৌদ জানান, ঘটনাটি সমস্ত দিক থেকে তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের খুঁজে বের করার প্রচেষ্টা চলছে। গারাগরি বান্দা থেকে তেল ও গ্যাস করপোরেশনের বেশ কয়েকটি দক্ষিণাঞ্চলীয় জেলায় সরবরাহ করা হয়। এর মধ্যে আছে বানু, দেরা ইসমাইল খান, লাকি মারওয়াট এবং ভাক্কার। এই অঞ্চলে এমওএল পাকিস্তান তেল উত্তোলন কার্যক্রম পরিচালনা করে। সেখানে নিরাপত্তা ব্যবস্থায় পাকিস্তান আর্মি ও অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থাগুলি নিয়োজিত। এ অঞ্চল ইতিহাসে সশস্ত্র সহিংসতার কেন্দ্র। পূর্বে বন্দুকধারীরা তেল ও গ্যাস সংক্রান্ত স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে, এবং কিছু কর্মী অপহৃতও হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার কঠোর নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশ সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ফ্রন্টলাইনে কাজ করে এসেছে। পুরো দেশ শহীদদের প্রতি সম্মান জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here