বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। এসময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে তাকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ সময়ে বিশেষভাবে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিছু ‘চরমপন্থী উগ্র তৎপরতা’র দিকে। বলা হয়েছে, তারা ঢাকায় ভারতীয় মিশনের আশেপাশে নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর পরিকল্পনা প্রকাশ করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, ভারত সম্পূর্ণভাবে ‘চরমপন্থী গোষ্ঠীগুলোর’ প্রচারিত মিথ্যা তথ্যকে প্রত্যাখ্যান করে। সম্প্রতি বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে এমন মিথ্যা তথ্য তৈরি করা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনার বিষয়ে পরিপূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রমাণ শেয়ার করেনি।
বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক মুক্তিযুদ্ধের সময়ের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি এবং বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে আরও মজবুত হয়েছে। ভারত সবসময় বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং শান্তিপূর্ণ পরিবেশে স্বাধীন, ন্যায্য, সর্বজনীন ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। এতে আরও বলা হয়, আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মিশন ও কূটনৈতিক পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে, যা তার কূটনৈতিক দায়বদ্ধতার সঙ্গে সঙ্গতিপূর্ণ।




