ঢাকাগামী একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার করাচি বিমানবন্দরে মেডিকেল কারণে জরুরি অবতরণ করে। ওই বিমানে শুক্রবার সকালে একজন বাংলাদেশি নারীর শারীরিক অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। ফলে বিমানটির বাকি যাত্রীদেরকে প্রায় ১০ ঘণ্টার মতো অপেক্ষায় রাখা হয়। তবে বোয়িং ৭৩৭ বিমানে যান্ত্রিক ত্রুটির কথাও জানানো হয়। এ খবর দিয়েছে অনলাইন ডন। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির (পিএএ) মুখপাত্র বলেছেন, বিমানটি ছিল ফ্লাইদুবাই-এর ফ্লাইট এফজেড ৫০১।
দুবাই থেকে ঢাকা যাচ্ছিল বিমানটি। কিন্তু স্থানীয় সময় ভোর তিনটা ২০ মিনিটে তা জরুরি ভিত্তিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কয়েক মিনিটের মধ্যে বিমানবন্দরের মেডিকেল অফিসাররা সাড়া দেন। তারা বিমানে পৌঁছে মিস বেগম নামের ওই যাত্রীর শারীরিক অবস্থা যাচাই করেন। তাকে দ্রুত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু সকাল ৫টা ১৫ মিনিটে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে বিমানের মোট ১৫৯ জন যাত্রীকে ট্রানজিট লাউঞ্জে সরিয়ে নেয়া হয়। পরে দুবাই থেকে ককপিট ক্রুদের পরিবর্তন করা হয়, একটি টেকনিক্যাল টিমকে দায়িত্ব দেয়া হয়। তাদের ক্লিয়ারেন্সের পর স্থানীয় সময় দুপুর একটা ২১ মিনিটে ঢাকার উদ্দেশে বিমানটি ছেড়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here