রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের অংশগ্রহণে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেকের মোনাজাতের মধ্যে দিয়ে এই কর্মসূচি শেষ হয়।
এর আগে বিকাল ৩টার দিকে এ আয়োজন শুরু হয়। কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় মানুষ।
কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের ঠিক পশ্চিম-পূর্ব পাশে তৈরি করা হয় খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যান। ‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেন সমাবেশে অংশগ্রহণকারীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে। বিএনপির পক্ষ থেকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীর আশপাশের এলাকা থেকেও এসে যোগ দেন মানুষ।