প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের গতিবিধি নজরে রাখতে এবার কোমর বেঁধে মাঠে নামলো ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC ) বরাবর জাতীয় নিরাপত্তা এবং আপতকালীন পরিস্থিতিতে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে, পূর্ব লাদাখের মুধ-নিওমায় ভারতের সর্বোচ্চ বিমানঘাঁটি অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর হতে চলেছে। প্রায় ১৩,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত, নিওমা হল প্রকৃত নিয়ন্ত্রণ রেখার নিকটতম অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড (ALG)। নতুন এই বিমানঘাঁটি প্রতিরক্ষা বাহিনীর দ্রুত মোতায়েনের সুযোগ তৈরি করবে এবং এই অঞ্চলে কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে। জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ডিজাইন করা একটি নবনির্মিত ৩ কিলোমিটার রানওয়ে এতে রয়েছে।
২০২১ সালে অনুমোদিত এই প্রকল্পের বাজেট ছিল প্রায় ২১৪ কোটি রুপি। ভারতের উত্তর সীমান্ত, বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল, যেখানে স্থল পরিবহণ কঠিন, সেখানে পৌঁছে যাওয়া যাবে অতি দ্রুত। নিওমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড নির্মাণের কাজ এমন এক সময়ে শুরু হয়েছে যখন ভারত দ্রুত তার সীমান্ত অবকাঠামো সম্প্রসারণ করছে।
গালওয়ান সংঘাত পেরিয়ে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা কিছুটা স্থিতিশীল হলেও, ভারত চীনকে পুরোপুরি ভরসা করতে পারে না। অরুণাচল থেকে শুরু করে লাদাখ পর্যন্ত চীনা ‘আগ্রাসন’ বরাবর চিন্তার বিষয় ভারতের জন্য। লাদাখের একাধিক অঞ্চলকে নিজেদের বলে দাবি করে চীন । ফলে আপাতভাবে সংঘাত মিটলেও পরিস্থিতি যদি কোনও সময় খারাপ আকার নেয় সে কথা মাথায় রেখেই প্রস্তুত ভারত। গত চার বছরে ভারত লাদাখ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন শুরু করেছে কেন্দ্র। উন্নতমানের রাস্তা, টানেল এবং সেতু নির্মাণ শুরু হয়েছে। ডেমচোক এবং ডেপসাং সমভূমিতে ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সামরিক বিচ্ছিন্নতার পর নিওমার গুরুত্ব বেড়েছে।সেইসব মাথায় রেখেই এবার পূর্ব লাদাখে সর্বোচ্চ বিমানঘাঁটি তৈরিতে তৎপর হয়েছে ভারত।
সূত্র : ইন্ডিয়া টুডে