মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ। কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিলো ৬ দশমিক ৭। অন্য মিডিয়ার মতে, তা ছিলো ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ বলছে, ওই ভূমিকম্প ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে সাউথল্যান্ড ও ফিওরডল্যান্ড অঞ্চলের মানুষদের সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা।
সরকারি ভূ-কম্পন সংস্থা জিওনেট জানিয়েছে, ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষ ওই ভূমিকম্প অনুভব করেছেন। এছাড়া তারা জিনিসপত্র বিভিন্ন স্থান থেকে পড়তে ও ভবনগুলোকে দুলতে দেখেছেন। এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ওই সময় বাইরে রাখা টেবিলটি দুলতে থাকে এবং তাক থেকে জিনিসপত্র নিচে পড়ে যায়। স্নারেস দ্বীপের ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জিওনেট। অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো বলছে, মূল ভূখণ্ড, দ্বীপ বা অঞ্চলগুলিতে সুনামির কোনো সম্ভবনা নেই।