চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক জামায়াত নেতার ফেসবুকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করার ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও পালিশারা শাহমিরান মিয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার একটি বিকৃত ছবি শেয়ার করে। শুক্রবার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এদিকে, উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ বলেন, বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলেট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরও একটি পোস্ট করেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওই সময় বিএনপি’র নেতাকর্মীরা ইলিয়াসের ওপর হামলা করে। হামলায় জামায়াতের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর ও পালিশারা শাহমিরান মিয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেনের দাবি, তার ব্যক্তিগত ফেসবুক থেকে একটি ছবি অসাবধানবশত শেয়ার হয়েছে। বিষয়টি কয়েকজনকে জানানোর পর ডিলেট করে দিয়েছেন তিনি। পরে ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here