শাহীন আহমেদ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ধূমপান রোধ ও তামাক ব্যবহার হ্রাসের বিষয়ে কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য এক সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজি নাহিদ ইভা, এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, শিক্ষাবিদ এবিএম ছিদ্দিক চঞ্চল, ওসি (তদন্ত) লিমন বোস, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ তানভীর হাসান, ডা: মো: উজ্জল হোসাইন, পিআইও মো: ইশতিয়াক হোসেন উজ্জল, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির,চেয়ারম্যান ফিরুজ উদ্দিন,আব্দুল কাইয়ুম, হোসেনপুর পৌর প্রেসক্লাবের সভাপতি শাহীন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, লেখক মিজানুর রহমান মামুনসহ আরো সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিড়ি, সিগারেট, জর্দা ও তামাক বর্জনের বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিসহ এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন এবং এটি কমিয়ে আনার ব্যাপারে সবার দায়িত্বশীল ভূমিকা পালনের দিকনির্দেশনা দিয়েছেন।