বহু রকমের নিয়ম লঙ্ঘনের অভিযোগে মাত্র ৭ দিনে ১৪ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১৮ হাজার ২০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয় দেশটিতে। 

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে পরিচালিত এই অভিযানে ১১ হাজার ৪৪২ জন আবাসন আইন, ৩ হাজার ৯৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮২৭ জন শ্রম আইন লঙ্ঘন করায় আটক হন।

 

একই সময়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে আটক হন ১ হাজার ৭৬২ জন, যাদের মধ্যে অর্ধেকের বেশি ইথিওপিয়া এবং প্রায় বাকি অর্ধেক ইয়েমেনের নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রায় ১৪ হাজার ৪৫১ জনকে ইতিমধেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আরও ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় বা পরিবহন সুবিধা দেওয়ার অপরাধে ১১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। সৌদি সরকার কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে, অবৈধ প্রবাসীদের যেকোনোভাবে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here