একের পর এক সুখবর ধরা দিচ্ছে জয়া আহসানের ক্যারিয়ারে। তার নতুন ছবির নাম ‘ফেরেশতে’। ছবিটি নিয়ে এ অভিনেত্রী ছুটছেন বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। সদ্যসমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে তার সিনেমা ‘ফেরেশতে’। এর ক’দিন আগেই ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৪তম আসরেও দ্যুতি ছড়িয়েছে সিনেমাটি। এবার এ তালিকা আরও লম্বা হলো! ইরানের তেহরানে চলছে বিশ্বের অন্যতম আরেক চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক ফজর থিয়েটার ফেস্টিভ্যাল। গেল ১লা ফেব্রুয়ারি এ উৎসবটির ৪২তম আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছে জয়ার ‘ফেরেশতে’। বলা যায় এর উৎসবের মাধ্যমে এ অভিনেত্রী হ্যাটট্রিক করেছেন। উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। সি মোর্গ ব্লুরিন পুরস্কারের প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে লড়ছে জয়ার ‘ফেরেশতে’।
ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়ার সঙ্গে জুটি বাঁধেন নবীন অভিনেতা সুমন ফারুক। এ ছাড়া আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলীসহ অনেকে। সিনেমাটির গল্প রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ ও চলচ্চিত্রটির পরিচালক মুর্তজা অতাশ জমজম। জয়ার সঙ্গে ইরানের এ চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু ও মুমিত আল রশিদ।