সর্বশেষ
Home » বিনোদন » অন্যান্য বিনোদন » বিয়ে করছেন অনুপম রায়। প্রশ্ন একটাই পাত্রী কে?

বিয়ে করছেন অনুপম রায়। প্রশ্ন একটাই পাত্রী কে?

বিয়ে করছেন অনুপম রায়। এমন খবরেই পড়ে গেছে হইচই। প্রশ্ন একটাই পাত্রী কে? তার পাত্রী প্রস্মিতা পাল। তিনিও বাংলা গানের জগতে পরিচিত মুখ। কীভাবে শুরু প্রেম? জানালেন সঙ্গীতশিল্পী। পরিচয় কবে থেকে? প্রস্মিতা বললেন, আমরা দুজনেই গানের জগতের মানুষ। আমরা গানই গাই। তাই পেশাগতভাবে, সহকর্মী হিসেবে আমাদের অনেকদিন ধরেই পরিচয় আছে। কিন্তু সম্পর্ক বলতে এক বছর হয়েছে। প্রথমবার এক স্টুডিওতেই অনুপমের সঙ্গে দেখা হয়েছিল প্রস্মিতার।

সেকথাও জানালেন। অনুপম এত বড় একজন স্টার। তবে কখনও এই স্টারডম দুজনের সম্পর্ককে প্রভাবিত করেনি বলেই জানালেন প্রস্মিতা। তার কথায়, অনুপমকে যে চেনে, সে জানে ও একজন খুব সাধারণ ও ভালো মনের মানুষ। ওর যে এই সেলিব্রিটি সত্ত্বা, স্টারডম সেটা অন্তত ব্যক্তিগত জীবনে নেই। আমার কাছে ও সেই রকম তারকা নয়, আমার কাছে ও সেই মানুষ যাকে আমি বিয়ে করতে চলেছি। খুবই ভালো আর সিম্পল একজন মানুষ। ফলে এটা নিয়ে কখনও সমস্যা হয়নি। আশা করি পরেও হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *