সর্বশেষ
Home » অন্যান্য » আমি তো আর উনার বউ না, আমি জানি না উনি কোথায় আছেনঃ পিয়া জান্নাতুল

আমি তো আর উনার বউ না, আমি জানি না উনি কোথায় আছেনঃ পিয়া জান্নাতুল

ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর কোনো খোঁজ পাওয়া যায়নি সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের। প্রাণ ভয়ে কোথায় আছেন তা কারো জানা নেই। শেখ হাসিনা দেশ ছাড়ার পর জানা যায়, নিরাপত্তার জন্য আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। ইতোমধ্যে বিভিন্ন অনিয়ম ও মামলায় কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারও করা হয়েছে। যদিও গতকাল একটি ভিডিওবার্তা দিয়েছেন সুমন। করেছেন আত্নপক্ষ সমর্থন। তবে তিনি কোথায় আছেন জানাননি।

তার অবস্থান সম্পর্কে চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল জানান, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা তিনি জানেন না। মেজাজ হারিয়ে তিনি বলেন, আমি তো আর উনার বউ না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। তিনি আরও বলেন, তার চেম্বারে অন্য যারা কাজ করেন, তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *