পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ক্রিকেটারদের বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাজধানীর একটি হোটেলে বোনাসের অর্থ ক্রিকেটারদের হাতে তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভুঁইয়া।
বোনাসের পরিমাণ ছিল ৩ কোটি ২০ লাখ টাকা। এই অনুষ্ঠানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রীড়া উপদেষ্টার হাতে ক্রিকেটারদের অটোগ্রাদ সম্বলিত একটি ব্যাট তুলে দেন। অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ আরও একাধিক পরিচালক উপস্থিত ছিলেন।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। টেস্টে এর আগে তাদের বিপক্ষে কোনো জয় ছিল না টাইগারদের।