আগামী ১৭ই ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই। গত ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ তুলে এই বিক্ষোভে অন্য দলগুলোকেও যোগ দেয়ার আহ্বান জানিয়েছে দলটি। তবে এই বিক্ষোভ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
রাওয়ালপিণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘোষণা দেন দলের প্রধান গোহার খান। এখন পর্যন্ত জামায়াতে ইসলামি, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলসহ যেসব দল জানিয়েছে যে, এই নির্বাচনে কারচুপি হয়েছে- তাদের সবাইকে পিটিআই’র বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন গোহার।