পাকিস্তানে সরকার গঠন করার জন্য নিজের অবস্থান নরম করেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি এখন সিন্ধু অঞ্চলের বৃহত্তম দল পিপিপি’র সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন। পিটিআই’র অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে জিও টিভি।
খবরে জানানো হয়, কারারুদ্ধ ইমরান খান এখন পিপিপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। দুই দলের মধ্যেকার সম্পর্ককে এগিয়ে নেয়া হবে বলে জানিয়েছে ওই সূত্র। এরইমধ্যে পিপিপির সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে পিটিআই।
এদিকে আরেক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের সঙ্গেও জোট গঠনের চেষ্টা করছে পিটিআই। জমিয়তের প্রধান নেতা মাওলানা ফজলুর রহমান পিএমএল-এনের সঙ্গে জোট গঠনে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। ফলে একসময়ের বিরোধী দল জমিয়তকে পাশে পাওয়ার আশা করছে পিটিআই।