অবৈধভাবে অবস্থানের কারণে ভারতের নাভি মুম্বইতে আটক করা হয়েছে কথিত ৮ বাংলাদেশিকে। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। নাভি মুম্বই পুলিশের মানব পাচার বিরোধী এক সদস্য সোমবার সকালে বেলাপুর এলাকায় শাহবাজ হাউজিং কমপ্লেক্স ঘেরাও করেন। এসময় সেখান থেকে বাংলাদেশি ৫ নারী ও ৩ জন পুরুষকে চার বছর ধরে বেআইনিভাবে অবস্থান করার অভিযোগে আটক করা হয়। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে পাসপোর্ট ও ফরেনার্স আইনের অধীনে মামলা হয়েছে।