২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরের আগস্টে ফুটবলারদের বেতন বাড়ে। তবে বেতন বাড়লেও সাবিনা-কৃষ্ণারা নিয়মিত তা পাচ্ছিলেন না। অনুদানের টাকায় ফুটবলারদের বেতন দিতে হিমশিম খাচ্ছিল ফুটবল ফেডারেশন। সেই সমস্যাও দূর হয়েছে! ফিফার অনুদান থেকে সাবিনাদের বেতন দেয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার বার্ষিক অনুদান থেকে মেয়েদের বেতন দেওয়া যাবে, যেটা আগে দেওয়া যেত না। আগের চুক্তি অনুযায়ী ১লা সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ ফুটবলার মাসে বেতন পাচ্ছেন ৫০ হাজার টাকা করে। ১০ জনের ৩০ হাজার টাকা, ৪ জনের ২০ হাজার ও ২ জনের বেতন ১৮ হাজার টাকা। সব মিলিয়ে ৩১ ফুটবলারের বেতন মাসে ১১ লাখ টাকার কিছু বেশি। এ প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েদের বেতনের টাকার জন্য আমরা ফিফাকে অনুরোধ করে চিঠি লিখেছিলাম। ফিফা বলেছে, বাফুফেকে তারা যে অনুদান দেয়, সেখান থেকে মেয়েদের বেতন দেওয়া যাবে।
আগে ফিফার অনুদান থেকে মেয়েদের বেতন দেওয়ার সুযোগ ছিল না। অন্যভাবে জোগাড় করতে হতো। এখন অনুদান থেকে সেটা দিতে পারা মানে আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির।’ এবার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মে থেকে নতুন চুক্তি হতে যাচ্ছে। তবে বেতন বাড়বে না, আগের মতোই থাকবে। যদিও সাবিনা খাতুনরা বেতন বাড়ানোর আবেদন করেও কোনও সাড়া পাননি। নতুন চুক্তিতে ৩৪/৩৫ জন খেলোয়াড় থাকার সম্ভাবনা রয়েছে।