দিনাজপুরের বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১নং ওয়ার্ডের সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মেম্বার প্রার্থী দু’দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৯টার পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী (৬৭) নামে একজন মারা যান। অপরজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করতে হাসপাতালের সামনে ব্রিফ করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন। তিনি জানান, মেম্বার প্রার্থী সাইফুলের সমর্থকরা বিজয়ী মেম্বার প্রার্থী জোবাইদুরের সমর্থকদের উপর হামলা করে। ফলে সংঘর্ষ বড় আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬০-৭০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি করতে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।