নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৩-২৪ এসএসসি- ও এইচএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকালে সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল আজিম। সদস্যদের সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শফিউল আলম দোলনের মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (বিবিএ, ফিন্যান্স) ছাত্রী উম্মে রোদাবা তুশি উপমা। অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র, ক্রেস্ট ও বৃত্তি হিসেবে নগদ অর্থ তুলে দেন।