সর্বশেষ
Home » জাতীয় » কোটাবিরোধী আন্দোলন নিয়ে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে কাদেরের বৈঠক

কোটাবিরোধী আন্দোলন নিয়ে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে কাদেরের বৈঠক

সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুর ১টার পর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদার বৈঠক শুরু হয়। বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে।

বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত আছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলন শেষে দপ্তরের কক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

কোটা নিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় রায় দেবেন উচ্চ আদালত, আশা কাদেরের কোটা নিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় রায় দেবেন উচ্চ আদালত, আশা কাদেরের
দুপুর ১টা ১৫ মিনিটে দপ্তর কক্ষে প্রবেশ করে এবং অন্যদের প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁদের দুজনকে নিয়ে বৈঠকে বসেন। বেলা ১টা ৩২ মিনিটে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সময়ে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা। তাঁরা দুজনও যোগ দেন বৈঠকে। বৈঠকে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

দলীয় একটি সূত্র জানিয়েছে, হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ। বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ, আনগত দিক ও করণীয় বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।vv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *