সর্বশেষ
Home » সর্বশেষ » গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনায় কাতারে ইসরায়েলি গোয়েন্দা প্রধান

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনায় কাতারে ইসরায়েলি গোয়েন্দা প্রধান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন এক দফা আলোচনায় যোগ দিচ্ছেন। বৃহস্পতিবারের (১৫ আগস্ট) আলোচনায় যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত ১০ মাসের গাজা সংঘাতের অবসান এবং ১১৫ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে মুক্ত করার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ইরান হুমকি দিয়েছে, হিজবুল্লাহ নেতা ইসমাইল হানিয়েহকে তেহরানে হত্যার প্রতিশোধ নেবে। এমন পরিস্থিতিতে এই আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং যুদ্ধবিমান ইতোমধ্যে ইসরায়েলকে রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে এবং ওয়াশিংটন আশা করছে, গাজায় যুদ্ধবিরতি হলে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমানো যাবে।

 

হামাস এই আলোচনায় সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছে। তবে বৈঠক শেষে হামাসের দোহা-ভিত্তিক আলোচনাকারী দলের সঙ্গে মধ্যস্থতাকারীরা আলোচনা করবেন বলে একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে গোয়েন্দা প্রধান ডেভিড বার্নেয়া, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার এবং সেনাবাহিনীর জিম্মি বিষয়ক প্রধান নিটজান আলোন রয়েছেন। যুক্তরাষ্ট্রের হয়ে সিআইএ পরিচালক বিল বার্নস এবং মধ্যপ্রাচ্য দূত ব্রেট ম্যাকগার্ক বৈঠকে যোগ দেবেন। এছাড়া মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল দোহায় উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

 

ইসরায়েল ও হামাস পরস্পরকে দোষারোপ করলেও বৈঠকের আগে উভয় পক্ষই কোনও চুক্তির সম্ভাবনাকে একেবারে নাকচ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *