বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) তিনি দেশ ত্যাগ করে বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তার পদত্যাগের মধ্যেদিয়ে শেখ হাসিনা সরকারের টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে একটি মামলায় প্রতিবেদন দাখিলে দিন ধার্য করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর। এছাড়া শেখ হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে হত্যা, গুম ও খুনের বিচার।
দেশের ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারত, পাকিস্তানেও। ৩ দিন ধরে চলছে বাংলাদেশের পার্শ্ববর্তী কলকতায় নারীদের আন্দোলন এ আন্দোলন ছড়িয়ে গোটা কলকাতায়। নারীদের এ আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত মনে করছে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত কারর লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন (পিএসএফ)।