সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে কাউন্টি ক্লাবে ব্র্যাডবার্ন

পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে কাউন্টি ক্লাবে ব্র্যাডবার্ন

পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। আগামী মাস থেকে দলটির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ করা পোস্টে ব্র্যাডবার্ন লেখেন, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দারুণ অধ্যায়টা শেষ করার সময় এখনই। পাঁচ বছরে তিনটি ভূমিকায় ছিলাম, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দুর্দান্ত কিছু খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও আমি কৃতজ্ঞ।

২০১৮ সালে পাকিস্তানের সহকারী হিসেবে যোগ দেন ব্র্যাডবার্ন। এরপর ২০২০ সালে পান হাইপারফরম্যান্সের দায়িত্ব। গত বছর সাকলায়েন মুশতাকের কাছ থেকে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন ব্র্যাডবার্ন। এরপর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ছাড়াও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপেও পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেন তিনি। যদিও দলের মূল কর্তৃত্ব ছিল টিম ডিরেক্টর মিকি আর্থারের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *