ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল বৃহস্পতিবার তার স্বামী স্টিফেন সেজার্নকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। কয়েক দিন আগেই তিনি প্রকাশ্যে তার এই সমকামী সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। সেজোর্ন নিজেও ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের রাজনৈতিক দলের সদস্য এবং ইউরোপীয় সংসদের একটি বিশেষ গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন। সোমবার ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের পদত্যাগের পরে মন্ত্রিসভায় বড় রদবদল হয়। তারই অংশ হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনাকে সরিয়ে নিজের পার্টনারকে সে পদ দিয়েছেন অ্যাটাল।
৩৮ বছর বয়সী সেজোর্ন এক দশকেরও বেশি সময় ধরে ম্যাক্রনের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় সক্রিয়ভাবে রাজনীতি করেছেন সেজোর্ন। এর আগে গত মঙ্গলবার অ্যাটালকে ফ্রান্সের প্রধানমন্ত্রী করেন ম্যাক্রন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বোর্নের জায়গা নিয়েছেন। এর মধ্য দিয়ে অ্যাটাল এখন ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। এর আগে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন।
অ্যাটাল ম্যাক্রনের দলের মুখপাত্র হিসাবেও ১০ মাস কাজ করেন।