অবৈধ পথে ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকায় করে সাগর পাড়ি দিতে গিয়ে শনিবার ফরাসি স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কিছু চোরাচালানিদের সহযোগিতায় প্রায় ৭২ জন অভিবাসী ছোট একটি নৌকায় করে ফ্রান্সের ক্যালাইসের দক্ষিণে উইমেরেক্সে থেকে সমুদ্র পথে অবৈধভাবে যুক্তরাজ্যে ঢুকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই বৈরী আবহাওয়ার কারণে নৌকাটি সাগরে দুর্ঘটনায় কবলিত হয়ে ডুবে যায়। সাগরে থাকা অন্য একটি জাহাজ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়, তাৎক্ষণিক ভাবে ফ্রান্সের নৌ কর্তৃপক্ষ এসে উদ্ধার অভিযান চালায়।
এসময় ক্যালাইসের দক্ষিণে উইমেরেক্সে রাতভর উদ্ধার অভিযান চালিয়ে কয়েক ডজন মানুষকে পানি থেকে টেনে তোলা হয় । তবে এসময় পাঁচজনের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে নৌকায় থাকা বেশিরভাগই ইরাকি এবং সিরিয়ান লোক, মৃত পাঁচজন ইরাকি এবং সিরিয়ান নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে । উদ্ধার অভিযানে মোট ৭২ জনকে উদ্ধার করেছে ফ্রান্সের নৌবাহিনী, বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবিষয়ে ইউকে কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।