সর্বশেষ
Home » আইন-আদালত » মামলা জটের কারণে, হয়রানি ও জনদুর্ভোগ কমান: আইনমন্ত্রী

মামলা জটের কারণে, হয়রানি ও জনদুর্ভোগ কমান: আইনমন্ত্রী

মামলা জটের কারণে জনগণ একদিকে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়, অন্যদিকে নানারকম হয়রানি ও দুর্ভোগের শিকার হয়। তাই দ্রুত ন্যায়বিচার প্রদান করে জনগণের হয়রানি ও দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ দুপুরে সচিবালয়ে আনিসুল হক টানা তৃতীয়বারের মতো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও এসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল (এএজি) গণ শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় মন্ত্রী তাদের উদ্দেশ্যে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
মামলা জট নিরসনে অনেকগুলো মামলা ফার্স্ট ট্রাক করে দেয়ার কথা উল্লেখ করে ডিএজি ও এএজিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, হাইকোর্টে অনেক রিট পিটিশন দায়ের করা হয়। এগুলোর ‘ইন্টিমেশন’ তাড়াতাড়ি করতে হবে। তিনি বলেন, হাইকোর্টে সবচেয়ে বেশি হয় ‘স্টে’ যা ‘ভ্যাকেট’ করার জন্য প্রত্যাশী মন্ত্রণালয়/সংস্থা সলিসিটর অফিসের মাধ্যমে নির্দেশনা দিতে পারে। সেটা যদি একটু তাড়াতাড়ি প্রসেস করে তথ্যাবলী আইন মন্ত্রণালয়কে দিয়ে দেয়া হয়, তাহলে ডিসপোজাল/নিষ্পত্তির ব্যাপারে ত্বরিত কাজ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *