সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » যেভাবে দেখা যাবে এবারের বিপিএল দশম আসর

যেভাবে দেখা যাবে এবারের বিপিএল দশম আসর

আজকে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এর দশম আসরের। প্রতি আসরের আগে এই টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার নিয়ে বাড়তি আগ্রহ থাকে। এবার দেশের দু’টি চ্যানেল বিপিএল সরাসরি সম্প্রচার করবে। তারা হলো টি স্পোর্টস ও জিটিভি।
এছাড়া মোবাইলেও দেখা যাবে বিপিএল। সেক্ষেত্রে এটি দেখাবে টি স্পোর্টসের অফিশিয়াল অ্যাপ ও র‍্যাবিটহোল অ্যাপ। এবারের বিপিএলে ব্রডকাস্টিংয়ের মান বাড়ানোর জন্য ব্যবহার করা হবে ৩৬০ ডিগ্রী রোবট ক্যামেরা ও সুপারক্যাম।
ধারাভাষ্যক্ষে থাকবেন রমিজ রাজা, রাসেল আরনল্ড, এইচডি অ্যাকারম্যান, কোর্টলি আমব্রোসদের মতো তারকারা। আগামীকাল দিনের প্রথম খেলায় দুপুর ২.৩০ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। আর সন্ধ্যা ৭.৩০ মিনিটে দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *