লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত বৃদ্ধার নাম ফাতেমা বেগম (৭৫)। গতকাল সকালে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি।
ফাতেমা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের বাসিন্দা। টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকালে প্রচণ্ড শীত নিবারণের জন্য প্রতিবেশীর বাড়ির উঠানে খড়কুটো দিয়ে লাগানো আগুন পোহাতে যান ফাতেমা বেগম। এ সময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন লেগে যায়। শুরুতেই বুঝতে না পারায় একপর্যায়ে আগুন শরীরে ধরে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনারুল হক বলেন, আগুনে দগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।