সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যানজিওগ্রাম করে জানা যায় তিনি ব্রেন স্ট্রোক করেছেন। খবরটি সোমবার মধ্যরাতে নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফারুকীভক্ত ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অভিনেত্রী ও ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে ফারুকীর শারীরিক অবস্থার কথা প্রথম জানান।
এদিকে আজ তিশা জানান, সিটি অ্যানজিওগ্রাম করার পর চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। পরে ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে ফারুকীকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।
ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে নির্মাণের সঙ্গে যুক্ত। তাঁর নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।
কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তার নির্মিত ও অভিনীত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। প্রথমবারের মতো অভিনয় করেও বেশ প্রশংসা কুড়ান ফারুকী।