এখনই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ছেন না লিওনেল স্কালোনি। ফুটবলপ্রেমীদের মোটামুটি সবাই জানেন খবরটি। তবে আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের দায়িত্ব ছাড়তে চাওয়ার কারণ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। এমনও খবর ছড়িয়েছে, অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে বিরোধের জেরে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বকাপজয়ী কোচ। চলমান নানা আলোচনায় এবার মুখ খুললেন স্কালোনি।
২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনি দায়িত্ব ছাড়ার ভাবনার কথা জানিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর। এরপর শুরু হয় নানা কানাঘুষা। খবর ছড়ায়, দলে মেসির একক আধিপত্যের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। এরপর আর্জেন্টিনার গণমাধ্যমগুলো জানায়, দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে কথা বলার পর আসন্ন ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ থাকার ব্যাপারে রাজি হয়েছেন স্কালোনি। এবার ইতালিয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘অনেক কথাই হচ্ছে। তবে সব সময় সত্যিটাই বলেছি।
এসব (আর্জেন্টিনার দায়িত্ব ছাড়া) নিয়ে ভাবনার জায়গা ছিল। তবে এটা বিদায় বা এমন কিছু ছিল না। জাতীয় দল কীভাবে এগোবে, আমি সেটা ভেবেছি। আর তরুণদের জায়গা করে দেয়ার সময়ও এটা।’
লিওনেল মেসির অবসর প্রসঙ্গেও আলাপ করেন স্কালোনি। তিনি বলেন, ‘অন্য কিছু ভাবার আগপর্যন্ত লিও (মেসি) খেলা চালিয়ে যাবে। সে মাঠে সময়টা উপভোগ করছে, এ কারণেই খেলা চালিয়ে যাবে। আমরা সব সময়ই বলে এসেছি, যখন আর পারবে না, তার আগপর্যন্ত তাকে চালিয়ে যেতে হবে। কারণ (অবসরের) পরের সময়টা হবে খুব কঠিন।’
আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে স্কালোনি বলেছিলেন, ‘প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ। আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন, যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি… আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কী করব, সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে।’