অস্ট্রেলিয়ায়ও সময়টা উৎসবের। তবে সাধারণত পবিত্র বড়দিনের পরদিনই (বক্সিং ডে) অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ থাকে বলে ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকতে হয় জাতীয় দলের ক্রিকেটারদের। অবশ্য এদিন পরিবার পাশে থাকে তাদের, অনুশীলনও হয় বেশ হালকা মেজাজে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ইনডোরে প্যাট কামিন্সরা অনুশীলনে। এর মধ্যে তাদের চমকে দেয় পাকিস্তান দল। অস্ট্রেলিয়া দল ও তাদের পরিবারের জন্য বড়দিনের উপহার নিয়ে হাজির তারা। অধিনায়ক শান মাসুদ ও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা পাকিস্তানের পক্ষ থেকে বড়দিনের উপহার তুলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে। এরপর নিজে বাচ্চাদের মধ্যে ললিপপ বিতরণ করেন। পুরো সময়ের একটি ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে কামিন্স, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা ও তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা দেখা যায় পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, পেস বোলিং কোচ উমর গুল, প্রধান কোচ মোহাম্মদ হাফিজদের।
পাকিস্তান দলের উপহার পাওয়ার পর কামিন্স বলেন, ‘দারুণ একটা ব্যাপার। বড়দিনের উপহার, বাচ্চাদের জন্য ললিপপ। দারুণ ব্যাপার। পাকিস্তান দলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। দুবছর আগের সফরটিও সত্যিই বিশেষ কিছু ছিল। তারা সত্যিই খুবই সদয় ও চিন্তাশীল ছিল আমাদের কথা ভাবার ব্যাপারে।’ পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে চোটজর্জর পাকিস্তান।