সর্বশেষ
Home » রাজনীতি » আওয়ামীলীগ » ডলার সংকট শিগগিরই কেটে যাবে: সালমান এফ রহমান

ডলার সংকট শিগগিরই কেটে যাবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে ডলার সংকট শিগগির কেটে যাবে।
সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে জরুরি সংবাদ সম্মলেনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, এই মুহূর্তে দুটো জিনিস ডলারের চাপ কমাতে সহযোগিতা করতে পারে। এর মধ্যে একটি হলো- রেমিট্যান্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে। ইতিমধ্যেই রপ্তানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। অন্যদিকে আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে।

সালমান এফ রহমান বলেন, মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। এছাড়া দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। এসব ক্ষেত্রে সরকার এরইমধ্যে ব্যবস্থা নেয়ায় দাম কিছুটা কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।
আশা করা যায় অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *