মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহৃত মর্টার শেলের আঘাতে সীমান্তে দু’টি নিরীহ প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় বেজায় ক্ষুব্ধ বাংলাদেশ। এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতির প্রভাব সীমান্ত এপারে যাতে (স্পিলওভার ঠেকাতে) না পড়ে, সে বিষয়ে সতর্ক করতে ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূতকে জরুরিভিত্তিতে তলবের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাতে দ্বাদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবি হওয়ার পর সরকারের দায়িত্বশীল প্রতিনিধির তরফে সেগুনবাগিচা তলবের ওই নির্দেশনা পায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র রাতে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, আজ দিনের যে কোনো সময় মিয়ানমার দূতকে ডাকা হবে।