সর্বশেষ
Home » বিশ্ব » পুতিনের সাক্ষাৎকার নেয়ায় কার্লসনকে কড়া ভাষায় আক্রমণ হিলারির

পুতিনের সাক্ষাৎকার নেয়ায় কার্লসনকে কড়া ভাষায় আক্রমণ হিলারির

সাংবাদিক টাকার কার্লসনকে কড়ায় ভাষায় আক্রমণ করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। বুধবার কার্লসন ঘোষণা দেন যে, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার নিয়েছেন। এরপরই এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ইন্টারনেটে। এক্সে (টুইটার) এখন সব থেকে আলোচিত টপিক পুতিন-কার্লসন সাক্ষাৎকার। একটি ভিডিও প্রকাশ করে কার্লসন দাবি করেছেন, পুতিনের সাক্ষাৎকার না নেয়ার জন্য নানাভাবে তাকে আটকানোর চেষ্টা করেছে মার্কিন সরকার। তবে একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশ্যে আনা তার দায়িত্ব। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মার্কিনিদের থেকে সত্য লুকানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে কার্লসনের কঠিন সমালোচনা করেছেন হিলারি ক্লিনটন। তিনি কার্লসনকে সরাসরি আহাম্মক বলে আখ্যায়িত করেছেন। এমএসএনবিসির অ্যালেক্স ওয়াগনারকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, কার্লসন যা বলেন তা মিথ্যা। ইউক্রেন নিয়ে ভ্লাদিমির পুতিনের মিথ্যাচারকেই তোতাপাখির মতো বলেন তিনি।
পুতিন তাকে সাক্ষাৎকার দিয়েছেন এতে অবাক হওয়ার কিছু নেই।
হিলারি আরও বলেন, রাশিয়ার গণমাধ্যম দেখলে আপনি বুঝবেন যে তাকে নিয়ে তারাও মজা নিচ্ছে। সে আসলে কুকুরছানার মতো। আমি যদি শুনি যে কার্লসন রাশিয়ার কোনো গণমাধ্যমের সঙ্গে চুক্তি করেছে, আমি অবাক হব না। কারণ সে একজন ‘উপকারী আহাম্মক’।
এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে একটি ভিডিও প্রকাশ করে পুতিনের সাক্ষাৎকার নেয়ার কথা জানান কার্লসন। ওই ভিডিও শেয়ার করেন এক্সের মালিক ইলন মাস্কও। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, পুতিনের এই সাক্ষাৎকার এক্সে আপলোড কড়া হলে সেটিকে সেন্সর করা হবে না। কার্লসন অভিযোগ করেন, পশ্চিমা গণমাধ্যমগুলো মানুষকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অন্ধকারে রেখেছে। তাই সবার উচিৎ এই সাক্ষাৎকারটি দেখা। একজন স্বাধীন নাগরিক হিসেবে যতখানি জানা সম্ভব, ততখানি জানা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *