সর্বশেষ
Home » অন্যান্য » পারমাণবিক বিদ্যুৎ থেকে বেরিয়ে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র চালু করছে জার্মানি

পারমাণবিক বিদ্যুৎ থেকে বেরিয়ে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র চালু করছে জার্মানি

গ্যাসচালিত চারটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যাচ্ছে ইউরোপের সবথেকে বড় অর্থনীতির দেশ জার্মানি। এতে দেশটির ১৭ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে। এর আগে গত এপ্রিলে জার্মানি তার সর্বশেষ তিনটি পরমাণু চুল্লি বন্ধ করে দেয়। এ খবর দিয়েছে আরটি।
খবরে জানানো হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে এসে আবারও জীবাশ্ম জ্বালানির দিকে জার্মানির এমন ঝুঁকে পড়ায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় এ সপ্তাহে এই ঘোষণা দেয়। নতুন করে নিজের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাচ্ছে দেশটি।
এখন যে গ্যাসচালিত বিদ্যুতকেন্দ্রগুলো চালু করা হবে তা এক পর্যায়ে গিয়ে হাইড্রোজেন দিয়ে চালানো হবে। ২০৩৫ থেকে ২০৪০ সালের মধ্যেই এগুলোকে কনভার্ট করা হবে। বিদ্যুতকেন্দ্রগুলোতে ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ঐতিহাসিকভাবে জার্মানি জ্বালানির জন্য রাশিয়ার উপরে নির্ভরশীল। তবে ইউক্রেন যুদ্ধের পর এই অবস্থা বদলাতে শুরু করে।
রাশিয়ার বিকল্প উৎস থেকে জ্বালানি কিনতে প্রায় দ্বিগুণ খরচ করতে হচ্ছে দেশটিকে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনও। গত বছর বিদ্যুৎ আমদানি বৃদ্ধি করেছে জার্মানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *