সর্বশেষ
Home » শিক্ষা » বিশ্ববিদ্যালয় » অভিভাবকরা তদবির করেন, এটা আমাদের জন্য লজ্জার: শিক্ষামন্ত্রী

অভিভাবকরা তদবির করেন, এটা আমাদের জন্য লজ্জার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক অভিভাবক আমাকে মোবাইলে মেসেজ পাঠিয়েছেন। তাদের ছেলে-মেয়েদের রোল নম্বর পাঠিয়ে কিছু করা যাবে কিনা এমন অনুরোধ করেছেন। আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে! এটা অবশ্যই আমাদের জন্য লজ্জার বিষয়।
বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই ধরনের নৈতিক অধঃপতন যদি অভিভাবক পর্যায়ে হয় তাহলে আমরা ছেলে-মেয়েদের কী শিক্ষা দেবো? অভিভাবকরা যেন তাদের নৈতিক অবস্থানে আপস না করেন সে বিষয়ে অনুরোধ করেন তিনি।
নতুন কারিকুলাম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে অভিভাবকরা যেন শিক্ষার্থীদের মূল্যায়ন সহজেই বুঝতে পারেন সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *