সর্বশেষ
Home » অপরাধ » অন্যান্য অপরাধ » ভারতে বিয়ে করতে একটি টিভি স্টেশনের উপস্থাপককে অপহরণ করেছেন এক ব্যবসায়ী যুবতী

ভারতে বিয়ে করতে একটি টিভি স্টেশনের উপস্থাপককে অপহরণ করেছেন এক ব্যবসায়ী যুবতী

ভারতে বিয়ে করতে একটি টিভি স্টেশনের উপস্থাপককে অপহরণ করেছেন এক ব্যবসায়ী যুবতী। এ ঘটনায় তোলপাড় চলছে পুরো ভারতে। এতদিন শোনা যেতো নারীকে বিয়ের জন্য অপহরণ করেছেন কোনো পুরুষ। কিন্তু দিন যেন বদলে যাচ্ছে। এ কারণে এ খবর দৃষ্টি কেড়েছে সবার। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, বিবাহ বিষয়ক একটি ওয়েবসাইটে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছিল কোনো ছদ্মবেশী। সেটা দেখার পর ওই ভিডিও জকি উপস্থাপকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ব্যবসায়ী যুবতী। তিনি স্থির করে ফেলেন তাকে বিয়ে করবেন। ফলে হায়দরাবাদভিত্তিক ওই উপস্থাপকের পিছু নেন তিনি। এ জন্য ওই ভিডিও জকিকে অনুসরণ করতে তার গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেন।

প্রস্তুতি শেষ করে তিনি ওই জকিকে অপহরণ করতে ভাড়া করেন কিছু লোক। এসব কথা বলা হয়েছে পুলিশের কাছে দেয়া অভিযোগে। ওই ভিডিও জকি থানায় অভিযোগ দেয়ার পর গ্রেপ্তার করা হয়েছে ৩১ বছর বয়সী যুবতী ব্যবসায়ীকে।
যুবতী ব্যবসায়ী ডিজিটাল মার্কেটিং ব্যবসা করেন। অন্যদিকে যুবকটি একটি মিউজিক চ্যানেলে অ্যাঙ্কর হিসেবে কাজ করছিলেন। দু’বছর আগে ভারত ম্যাট্রিমোনিতে বিভিন্ন জনের প্রোফাইল ব্রাউজ করছিলেন ওই যুবতী। সেখানে একটি একাউন্টে তিনি আটকে যান। তাতে ব্যবহার করা হয়েছে ভিডিও জকির ছবি। আস্তে আস্তে তার সঙ্গে চ্যাটিং শুরু করেন। কিন্তু অল্প সময় পরে বুঝতে পারেন ওই একাউন্টটি ভুয়া। ফলে তাৎক্ষণিক ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে ভিডিও জকির সঙ্গে যোগাযোগ করেন ওই যুবতী।
তখনই ভিডিও জকি তাকে জানান ওটা ভুয়া একাউন্ট। কেউ তার ছবি ব্যবহার করে ওই একাউন্ট সৃষ্টি করেছে। এ জন্য তিনি পুলিশে অভিযোগও দেন। পরে এই যুবকের সঙ্গে অব্যাহতভাবে ম্যাসেজ বিনিময় করতে থাকেন যুবতী ব্যবসায়ী। পুলিশ বলেছে, এমন অবস্থায় ওই যুবতীর ফোন নম্বর ব্লক করে দেন ভিডিও জকি। এতে বিমর্ষ হয়ে পড়েন যুবতী। কিন্তু তিনি সিদ্ধান্ত পাকা করে ফেলেন যে, ওই ভিডিও জকিকেই বিয়ে করবেন। এই নিয়তে তিনি ওই ভিডিও জকিকে অপহরণের পরিকল্পনা করেন। পুলিশ বলেছে, এ জন্য চারজন ব্যক্তিকে ভাড়া করেন তিনি। তার চলাফেরা মনিটরিং করতে গাড়িতে একটি এয়ারট্যাগ ডিভাইস লাগিয়ে দেন।
১১ই ফেব্রুয়ারি ভিডিও জকিকে অপহরণ করা হয়। ভাড়াটে অপহরণকারীরা তাকে পাকড়াও করে নিয়ে যায় যুবতীর অফিসে। সেখান থেকে ভিডিও জকি যুবককে মুক্তি পাওয়ার একটি শর্ত দেন যুবতী। বলেন, যদি তিনি তার ফোনের জবাব দিতে রাজি হন, তবেই তাকে ছাড়া হবে। এই শর্তে রাজি হয়ে মুক্তি পান ওই যুবক। তিনি সোজা চলে যান উপাল পুলিশ স্টেশনে। সেখানে অভিযোগ দেন। তার ওপর ভিত্তি করে পুলিশ ওই যুবতী এবং চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *