বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ৮ এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডায় হবে এই গ্রহণটি। শেষে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ। ওইদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। এতে দিনে নামবে রাতের মতো অন্ধকার। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে। তবে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না। ফোর্বস এবং সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল। পূর্ণ সূর্যগ্রহণের তারিখে সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। মূলত সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়।
নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায়।
১৮ মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে চাঁদ। তখন সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এ উপগ্রহ। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়।
নাসার তথ্যানুসারে, প্রায় ৩৭৫ দিন পর পর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে সময়টা আরও বেশি হতে পারে। সবশেষ ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকা থেকে।