সর্বশেষ
Home » বিনোদন » ঢালিউড » বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে এপার ও ওপারের সিনেমা নিয়ে চলছে তার ব্যস্ততা। ব্যক্তিগত জীবনে এক সময়ের জনপ্রিয় মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তবে ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিয়ে বিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। একে একে পেতে থাকেন সফলতা। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে। এবার সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারকে একটি  সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও উঠে আসে।

তার কাছে জানতে চাওয়া হয়, বিবাহবিচ্ছেদের সময়টা নিশ্চয়ই কঠিন ছিল, এ সময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে? জবাবে জয়া আহসান বলেন, অভিনয়। প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ওই সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল। সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি। মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি। আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা? এ প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। মানুষ সবসময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু এ বিষয় আমি সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *