বকেয়া আদায় ও বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এ এ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ৭টা প্রায় এক ঘণ্টা কয়েক দফায় মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিল্প পুলিশ। এতে বিক্ষুদ্ধ শ্রমিকরা ছত্র ভঙ্গ হয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, টেক্সটাইল কারখানায় বেতন বৃদ্ধির গেজেট হলেই শ্রমিকদের বেতন বৃদ্ধি করবেন তারা।