ভারতে লোকসভা নির্বাচনের তারিখ বা শিডিউল ঘোষণা করা হবে আজ শনিবার স্থানীয় সময় বিকাল ৩টায়। শুক্রবার এক্সে ভারতের নির্বাচন কমিশন একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে এ কথা বলেছে। তাতে বলা হয়, লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে চারটি বিধানসভারও সময় ঘোষণা করা হবে। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই আচরণবিধি কার্যকর হবে। এর আগে ২০১৯ সালের নির্বাচন হয়েছিল ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত সাত দফায়। এর ফল ঘোষণা হয়েছিল চারদিন পর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
লোকসভা নির্বাচন ছাড়াও যে চারটি রাজ্যে এপ্রিল/মে মাসে নির্বাচন হচ্ছে তা হলো অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও সিকিম। অন্যদিকে মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খন্ডের নির্বাচন হওয়ার কথা এ বছর শেষের দিকে। ৩০শে সেপ্টেম্বরের মধ্যে বিধানসভার ভোট করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনার অধীনে ভোট হতে যাচ্ছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে।
ভোটের তারিখ, কয় দফায় ভোট হবে তা সহ বিস্তারিত ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।
কিন্তু এবারই প্রথম সেই সংবাদ সম্মেলনের ২৪ ঘন্টা আগে জানানো হয়েছে এ বিষয়ে। সংবাদ সম্মেলনে ভোটের তারিখ ঘোষণার পাশাপাশি রাজ্যগুলোতে নিরাপত্তা রক্ষাকারীদের মোতায়েন, মাওবাদীদের সঙ্গে বা বিদ্রোহীদের সঙ্গে সংঘষের বিষয়গুলো মাথায় নেয়া হয়েছে। তবে এক দফায় বা সিঙ্গেল ফেজে নির্বাচন দেয়ার জোর দাবি এরই মধ্যে জানিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসন আছে। এ আসনগুলোতে একদিনেই ভোট হতে হবে। একই সঙ্গে জোর আহ্বান জানিয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যেন ভোটারদেরকে হুমকি বা ভীতি প্রদর্শন না করে।