সর্বশেষ
Home » অন্যান্য » সাবেক সচিবের মেয়ে যখন চোর, ৮শ’ মোবাইল চুরি

সাবেক সচিবের মেয়ে যখন চোর, ৮শ’ মোবাইল চুরি

চেহারায় আভিজাত্যের ছাপ। বাস্তবেও তাই। তিনি একজন সাবেক সচিবের মেয়ে। কিন্তু এই পরিচয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তার অপকর্ম। চুরি ও প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে তাকে। তিনি জুবাইদা সুলতানা। প্রায় ১২ বছর যাবত বিভিন্ন তারকা হোটেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করে হাতিয়ে নেন অন্যদের ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও মানিব্যাগ। আজ, শনিবার রাজধানীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

জুবাইদাকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ জানান, বিভিন্ন সময়ে নানা ছদ্মনামে নিজেকে পরিচয় দেন জুবাইদা। কয়েকদিন আগে ঢাকা ক্লাবের এক সেমিনারে অংশগ্রহণ করে জুবাইদা চুরি করেন ডা. ফারহানা নামে এক নারীর মোবাইল, ব্যাগ ও গহনা। তারপর দামি সব জিনিসপত্র বিক্রি করে দিলেও ডা. ফারহানার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিজের মোবাইলে স্থানান্তর করে নেন প্রতারক জুবাইদা। আর এতেই গোয়েন্দা জালে আটক হন তিনি।

পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, চুরি করা জিনিসপত্র বিক্রি করে দিতেন জুবাইদার স্বামী। আর কিছু জিনিস ব্যবহার করতেন জুবাইদা নিজেই।

জানা গেছে, জুবাইদার পিতা ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব। নানা ধরণের অপরাধ ও অনৈতিক কাজে জড়িয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। হাঁটতে থাকেন অন্ধকার পথে।

বাহারি ও চাকচিক্যময় পোশাকের উপর নির্ভর না করে হোটেল প্রবেশমুখে আরো সতর্কতা অবলম্বন করা উচিৎ বলে মনে করেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *