সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। জেদ্দায় এই সাক্ষাতে তারা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আলোচনার মধ্যে আরও ছিল আঞ্চলিক শান্তি, নিরাপত্তা। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিষয়ক বিভাগ আইএসপিআর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে সরকারি সফরে ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আইএসপিআর বলেছে, এই সাক্ষাৎ নিয়ে মোহাম্মদ বিন সালমান সৌদি আরব ও পাকিস্তানের ঐতিহাসিক ভ্রাতৃত্ব, শক্তিশালী সহযোগিতা এবং একে অন্যের পাশে দাঁড়ানোর ওপর জোর দিয়েছেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। আগের মতোই ভবিষ্যতেও সবসময় পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। জবাবে পাকিস্তানকে উষ্ণ সহানুভূতি ও সমর্থন দেয়ার জন্য সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি বলেছে, বৈঠকে যোগ দিয়েছিলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান, গোয়েন্দা প্রধান খালিদ বিন আলি আল-হুমাইদান, চিফ অব দ্য জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ফায়েদ বিন হামেদ আল-রুয়াইলি এবং পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ আল-মালকি।
পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আহমেদ ফারুক, কমান্ডার অব দ্য পাকিস্তানি আর্মির সেক্রেটারি মেজর জেনারেল মোহাম্মদ জাওয়াদ তারিক এবং পাকিস্তান দূতাবাসের মিলিটারি অ্যাটাচে ব্রিগেডিয়ার মুহাম্মদ অসিম।