কেউ বাইরে থেকে ফিরছিলেন পরিবারের সঙ্গে ইফতার করবেন বলে। আবার কেউ ঘরেই প্রস্তুতি নিচ্ছিলেন ইফতার তৈরির। কেউ এসেছিলেন সারাদিন রিকশা চালানোর পর, কোনো কোনো গৃহবধূ অন্যের বাড়িতে কাজ শেষ করে ফিরছিলেন নিজের ঘর গোছাতে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন প্রশান্তি খুঁজছিলেন সবাই, তখনই নেমে আসে ভয়াবহ দুর্যোগ। চোখের সামনে হু হু করে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। আর সেই আগুনে পুড়তে থাকে শান্তির নীড়। এক সময় চোখের সামনেই পুড়ে যায় রাজধানীর বনানীর গোডাউন বস্তির শতাধিক ঘর। যে ঘরে ফিরে শান্তি পাবেন ভেবেছিলেন, সেই ঘর এখন পুড়ে ছাই। গতকাল বিকাল ৪টা ৫ মিনিটের দিকে আগুন লাগে গোডাউন বস্তিতে। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় বিকাল সাড়ে ৫টার দিকে বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।
এই আগুনে কমপক্ষে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আশেপাশের অনেক ঘর ভেঙে সরিয়ে নেয়া হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, গতকাল বিকালে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ৭টি ইউনিট রওনা দেয়। কিন্তু জ্যামের কারণে সেগুলো পৌঁছাতে পারছিল না। প্রথমে ৩টি ইউনিট পৌঁছে কাজ শুরু করে। এরপর ৮টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে বস্তির প্রায় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ সম্পর্কে বলা যাবে।