নেপালের মেয়রের কন্যা আরতি হামাল (৩৬) ভারতের উপকূলীয় রাজ্য গোয়ায় গিয়ে নিখোঁজ হয়েছেন। এই খবর দিয়েছেন তার বাবা।
ধর্মগুরু ওশোর অনুসারী আরতি, গত কয়েক মাস ধরে গোয়ায় অবস্থান করছিলেন এবং সোমবার রাতে তাকে শেষ দেখা গিয়েছিল। সোমবার রাত সাড়ে ৯টায় অশ্বেম সেতুর আশেপাশে আরতিকে শেষ দেখা গিয়েছিল। নেপালের সংবাদপত্র হিমালয়ান টাইমস জানিয়েছে, তিনি গত কয়েক মাস ধরে ওশো মেডিটেশন সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন। বড় মেয়েকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়েছেন ধানগড়ি উপ-মহানগরের মেয়র গোপাল হামাল। গোপাল জানান, আরতির বন্ধু তার নিখোঁজের বিষয়টি পরিবারকে জানায়।
গোপাল হামাল টুইট করে লিখেছেন আমার বড় কন্যা আরতি ওশোর মেডিয়েটর হিসেবে গত কয়েক মাস ধরে গোয়ায় রয়েছে। আমি ওর বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি গতকাল রাত থেকে ওর সঙ্গে আরতির যোগাযোগ নেই। আমি গোয়ার বাসিন্দাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার মেয়েকে খুঁজে বের করায় আমাকে সাহায্য করতে। আমার ছোট মেয়ে আরজু এবং জামাই আমাদের বড় মেয়ে আরতিকে খুঁজতে আজ রাতে গোয়ায় উড়ে যাচ্ছে। মেয়ে আরতির সম্পর্কে খোঁজ দেয়ার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় তিনটি ফোন নম্বরও শেয়ার করেছেন।
এদিকে গোয়া পুলিশ নিখোঁজ ডায়রি পাওয়ার পর থেকেই আরতির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আরতির কোনও খোঁজ মেলেনি। এমন সংবাদ দিয়েছে ইন্ডিয়া টুডে।