স্মরণকালের বড় ভূমিকম্প অনূভুত হলো নিউ ইয়র্কে । শুক্রবার সকাল ১০.২০ মিনিটের এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.৮। নিউ জার্সির কাছে ছিলো এর উৎপত্তিস্থল । ভূমিকম্পে হতাহত বা কাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং ট্রানজিট, ট্র্যাফিক বা ইউটিলিটি পরিষেবাগুলিতে কোনও প্রভাব পড়েনি
সরকারী সংস্থা ইউএসজিএস বলছে, সকাল ১০.২০ নিউ ইয়র্ক থেকে প্রায় ৪০ মাইল দূরের নিউ জার্সির ওয়াইটহাউজ স্টেশনের কাছে ভূমিকম্পের উৎপত্তি কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের প্রভাব পড়ে ফিলেডেলফিয়া থেকে লং আইসল্যান্ড পর্যন্ত ।
দীর্ঘদিন থেকে নিউ ইয়র্কে বসবাসকারীরা বলছেন, এর আগে একরকম ঝাঁকুনি তারা অনূভব করেননি । আতংকে অনেকেই বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন ।
নিউ ইয়র্ক সিটিতে ভূমিকম্প হওয়া খুবই বিরল একটি ঘটনা। এর আগে ১৮৮৪ সালে নিউ ইয়র্ক সিটিতে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিলো ।
ভূম্পিকম্পের পর পরই এলার্টজারী করা হয় । এতে বাসিন্দাদের হতাহতের কিম্বা অবকাঠামোগত কোনো ক্ষতি হলে জরুরি প্রয়োজনে ৯১১ কল দিতে অনুরোধ করা হয় ।
নিউ ইয়র্কের মেয়র এরিক এডামস এবং গভর্নর ক্যাথি হকল সাংবাদিকদের জানিয়েছেন ভূমিকম্পের পরই
তাদের টিম চারদিকে খোঁজ নিচ্ছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি ।