চায়ের রাজধানী খ্যাত পাহাড় ও হাওর অধ্যুষিত মৌলভীবাজার জেলা জুড়ে সোমবার রাত ১০ টার দিক থেকে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া বইছে। রাত বাড়ার সাথে সাথে জেলার সর্বত্র কুয়াশায় ঢেকে যায়। হঠাৎ চৈত্র মাসের শেষ দিকে এরকম বিরুপ আবহাওয়ায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কুয়াশার কারণে সড়কে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে। রাতে শহরে ঈদের কেনাকাটা করতে আসা লোকজন এমন দৃশ্যে আশ্চর্য হয়ে জানাচ্ছেন এরকম দৃশ্য তারা আগে কখনো দেখননি।